নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী ৷৷ মহাকরণে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি ও নতুন নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার মহাকরণে মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান, নগরোন্নয়ন দপ্তরে ৪টি কমিউনিটি অর্গানাইজার এবং ৩টি জুনিয়র ইঞ্জিনীয়ার পদের সৃষ্টি করা হয়েছে। তপশিলী জাতি কল্যাণ দপ্তরে ২১টি শূন্যপদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদ গুলি হল এল ডি সি, ইনভেস্টিগেটর, সুপারভাইজার, কুক ও হেল্পার। সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরে তপশালী উপজাতি ক্যাটাগরির স্থির বেতনভুক্ত ২টি ওয়েলফেয়ার অর্গানাইজারের শূন্যপদে সরাসরি লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়তা হয়েছে।