নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী ৷৷ ২৪শে জানুয়ারী, ২০১৭ উদয়পুরের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। মঙ্গলবার বিকেলে এক আনন্দমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত যাত্রী রেল পরিসেবা শুরু হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেল যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। নতুন রেল পথের সূচনা উপলক্ষে আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, পরিবহণ মন্ত্রী মানিক দে, সাংসদ জীতেন্দ্র চৌধুরী, সাংসদ শংকর প্রসাদ দত্ত, পরিবহণ দপ্তরের প্রধান সচীব শ্রীরাম তরণীকান্তি এবং রেলের পদস্থ আধিকারিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এবং আগরতলা রেল স্টেশনে উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে আগরতলা-উদয়পুর যাত্রীবাহী রেলের সবুজ সংকেত দেয়।