নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী ৷৷ ১৭তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। ৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় নাগাল্যান্ড ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্য গুলি অংশ নিয়েছে। বুধবার শহীদ ভগৎ সিং যুব আবাসে দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বলেন, এই ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা একে অপরের মেলামেশা করার সুযোগ পায়। এতে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ গড়ে ওঠে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কমল সাহা, অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের পৃষ্টপোষক মানস দেববর্মা, অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের সম্পাদক প্রদীপ চৌধুরী, চেস এসোসিয়েশনের সভাপতি সলিল দেববর্মা। এই প্রতিয়োগিতায় প্রায় ২০০ জন দাবারু অংশ নিয়েছে। এবার নিয়ে ত্রিপুরায় তৃতীয়বারের মত এই প্রতিযোগিতা হচ্ছে।