দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ জানুয়ারী ৷৷ প্রজাতন্ত্র দিবসে আসাম রাইফেলসের ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের আন্দোলিত করে তোলে। ছন্দের তালে নৃত্য পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন সংস্থার নৃত্য শিল্পীরা। আসাম রাইফেলস ময়দানে পি টি তে অংশ নেয় বাছাই করা স্কুল পড়ুয়া। মাঠ জুড়ে বিভিন্ন কলা কৌশল সঙ্গে সুরের মূর্ছনা পরিবেশে নতুন মাত্রা যোগ করে। ময়দানে আসাম রাইফেলসের জওয়ানদের তরফে অস্ত্র পরিদর্শনও করা হয়।