
২০ দফা দাবি সনদের মধ্যে জাতীয় দাবীগুলি সনদে – PFRDA আইন বাতিল করে সবার জন্য Defined পেনশন চালু করা, সমস্ত অনিয়মিত, চুক্তিবদ্ধ কর্মীদের নিয়মিতকরন এবং নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী সকল স্তরে শূন্যপদ পূরন, সরকারী ক্ষেত্রে বেসরকারীকরন ও সব ধরনের আউটসোর্সিং বন্ধ করা, প্রতি পাঁচ বছর অন্তর বেতন পূণর্বিন্যাস করা, ৭ম বেতন কমিশন অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন পূনর্বিন্যাস করা এবং প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকারের বহন করা সহ আরও গুরুত্বপূর্ণ দাবী যেমন ছিল তেমনি রাজ্যের দাবীসনদে ছিল – শিক্ষক কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, ACP প্রদানের যে সব ক্ষেত্রে জটিলতা আছে তা দূর করে সবার জন্য তিনটি ACP পূনর্বিন্যাস করা, বিভিন্ন দপ্তরে শূণ্যপদ পূরণ করা, প্রমোশনের সুযোগ প্রসারিত এবং সর্বস্তরে প্রমোশনের ক্ষেত্রি নূন্যতম আর্থিক সুবিধা প্রদান করা সহ গুরুত্বপূর্ণ আরও দাবী।