২০ দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষক-কর্মচারী সংগঠনের ৫ ঘন্টার গন অবস্থান

khwগোপাল সিং, খোয়াই, ২৯ জানুয়ারী ৷৷ শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের স্বপক্ষে এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষক-কর্মচারী-শ্রমিক-কৃষক-স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দেশ এবং রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে AISGBF এর আহ্বানে TECC (HB Road) এর উদ্যোগে জাতীয় ১০ দফা এবং রাজ্যের ১০ দফা সহ মোট ২০ দফা দাবিতে ৫ ঘন্টার গন অবস্থান সংগঠিত হল খোয়াইতেও। রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা অবধি চলবে এই অবস্থান। খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউতে এই গন অবস্থানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন শিক্ষক-কর্মচারী নেতৃত্বরা। গন অবস্থানে ভাষন রাখেন কর্মচারী নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, প্রান্তি কুমার দেব, সঞ্জিব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
২০ দফা দাবি সনদের মধ্যে জাতীয় দাবীগুলি সনদে – PFRDA আইন বাতিল করে সবার জন্য Defined পেনশন চালু করা, সমস্ত অনিয়মিত, চুক্তিবদ্ধ কর্মীদের নিয়মিতকরন এবং নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী সকল স্তরে শূন্যপদ পূরন, সরকারী ক্ষেত্রে বেসরকারীকরন ও সব ধরনের আউটসোর্সিং বন্ধ করা, প্রতি পাঁচ বছর অন্তর বেতন পূণর্বিন্যাস করা, ৭ম বেতন কমিশন অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন পূনর্বিন্যাস করা এবং প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকারের বহন করা সহ আরও গুরুত্বপূর্ণ দাবী যেমন ছিল তেমনি রাজ্যের দাবীসনদে ছিল – শিক্ষক কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, ACP প্রদানের যে সব ক্ষেত্রে জটিলতা আছে তা দূর করে সবার জন্য তিনটি ACP পূনর্বিন্যাস করা, বিভিন্ন দপ্তরে শূণ্যপদ পূরণ করা, প্রমোশনের সুযোগ প্রসারিত এবং সর্বস্তরে প্রমোশনের ক্ষেত্রি নূন্যতম আর্থিক সুবিধা প্রদান করা সহ গুরুত্বপূর্ণ আরও দাবী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*