অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে একই ম্যাচে দুটি শতরান

গোপাল সিং, খোয়াই, ৩০ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার মুখোমুখি হয় খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ও খোয়াই সরকারী ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ টসে জিতে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রন জানায় খোয়াই দ্বাদশকে। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ওপেনার অনির্বাণ দেব এর শতরানের উপর ভর করে ২৪৫ রান তুলতে সক্ষম হয় খোয়াই দ্বাদশ। ১১৯ বলে ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে অনির্বাণ ১১৭ রানে অপরাজিত থাকে। অনির্বাণকে যোগ্য সঙ্গ দেয় সুদীপ দেব ও সম্রাট নম:দাস। এরা দুজনেই ২৪ রান করে। এছাড়া পাপন দাস ২৩ এবং কৃষান দাস ১৬ রান করে। ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলীয় স্কোর দাঁড়ায় ২৪৫। খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ এর পক্ষে ২টি করে উইকেট দখল করে রোহন বিশ্বাস ও পূর্ণচন্দ্র সিনহা। ১টি উইকেট পায় কে.অভিনব সিনহা। ২৪৬ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে কে.অভিনব সিনহা’র শতরান ও রোহন বিশ্বাসের অর্ধশতরানের উপর ভর করে সহজভাবে ম্যাচ জিতল খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ। এই জুটি ১৩২ বলে ১৮৮ রান যোগ করে। এর মধ্যে ৮৪ বলে ১০টি চারের সাহায্যে ৭৩ রান করে রোহন বিশ্বাস এবং মাত্র ৮০ বলে ১৬টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ১৩৬ রানের বিশাল ইনিংস খেলল কে.অভিনব সিনহা। ৩৪.৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ। একই ম্যাচে দু-দুটি শতরান এই মরশুমের প্রথম ঘটনা। দারুন উপভোগ্য ম্যাচটিতে সহজ জয় পেল খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ। খোয়াই দ্বাদশের পক্ষে ১টি করে উইকেট ভাগাভাগি করে অনির্বাণ দেব, কৃষান দাস, সম্রাট নম:দাস। সোমবারের ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে ছিলেন রাজু মোদক ও মধুসুধন ঘোষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*