নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী ৷৷ ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় আগামী ১৭ই ফেব্রুয়ারী, ২০১৭ (শুক্রবার) বেলা ১১টায় নিউক্যাপিটেল কমপ্লেক্সস্থিত বিধানসভা ভবনে একাদশতম ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশতম অধিবেশন আহ্বান করেছেন। ত্রিপুরা বিধানসভার সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।