ত্রিপুরার রাজনীতি – ১৮’র পায়তারা

assamblyদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ ফেব্রুয়ারী ৷৷ এমুহূর্তে ত্রিপুরার রাজনীতিতে যোগ বিয়োগের যা কিছু হচ্ছে তাঁর সবটাই ২০১৮-র বিধানসভা ভোটকে সামনে রেখে। রাজ্যের মানুষ রাজনীতির অঙ্গনে ঘটে চলা পরিবর্তনের দিকে সাগ্রহে তাকিয়ে আছেন আদৌ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দির আবির্ভাব হয় কি না। সাম্প্রতিক সময়ে ত্রিপুরার রাজনীতিতে সবচাইতে চমকপ্রদ ঘটনা হচ্ছে উপজাতি ভিত্তিক ৩টি রাজনৈতিক দলের জোট বন্ধন হওয়া। পাহাড়ের রাজনীতিতে এই নবশক্তি কতদূর প্রভাব ফেলবে তাঁর উপর নির্ভর করছে ভবিষ্যৎ। অন্যদিকে বিজেপি রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে অন্যান্য রাজনৈতিক দল গুলোর বর্তমান ভূমিকার সৌজন্যে। বলতে দ্বিধা নেই ২০১৮’র রাজ্য বিধানসভার ভোটকে সামনে রেখে ব্যক্তিগত পর্যায়ে অনেকেই নির্ভরযোগ্য আস্তানার খোঁজে ময়দানে নেমে পড়েছেন। ওজন বুঝে জালে তুলতে নেতারা রাজনীতির শিস্টাচার, সৌজন্য, নীতি আপাততঃ শিকেয় তুলে এঘর সেঘরে হেভিওয়েট টানতে শত্রু মিত্রর চিরকালীন সংজ্ঞার মুখে ছাই নিয়ে ভোটের লোভে শিবির ভাঙ্গার খেলার দৃশ্য হররোজ মঞ্চস্থ হচ্ছে গোটা রাজ্যে। আসন্ন পাঁচ রাজ্যের ভোটের দিকে সাগ্রহে তাকিয়ে আছেন এই রাজ্যের অনেকেই যারা আপাততঃ মনের কথা মনে রেখে ভবিষ্যতের পার্মানেন্ট ঠিকানার পথে পা বাড়াচ্ছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*