নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ আগামী ১১ ফেব্রুয়ারী থেকে সুরু হচ্ছে ৩৫তম আগরতলা বইমেলা। উমাকান্ত একাডেমির সামনের মাঠে ১২ দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হচ্ছে। ১১ ফেব্রুয়ারী বিকেল ৪টায় আগরতলা বইমেলার উদ্বোধন করবেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। এবারের বইমেলায় ১২১টি স্টল থাকবে বলে জানা যায়। এর মধ্যে কলকাতার প্রকাশকদের ৩৮টি, গোয়াহাটির ৫টি, মুম্বাইয়ের ১টি এবং নয়াদিল্লীর ৩টি স্টল থাকবে। প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর দুটোয়, শেষ হবে রাত ৮টায়। ছুটির দিনে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ৩৫তম আগরতলা বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহার সভাপতিত্বে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পুর পারিষদ ফুলন ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিম এম এল দে, সাহিত্যিক ডঃ ব্রজগোপাল রায়, অধ্যাপক মিহির দেব সহ প্রস্তুতি কমিটির সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।