প্রয়াত নিশীথ অধিকারী, মূখ্যমন্ত্রীর শোক প্রকাশ

nsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী ৷৷ প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী তথা সিপিআইএম নেতা নিশীথ নন্দন অধিকারী। দীর্ঘদিন রোগভোগের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয়েছে প্রবীণ এই রাজনীতিকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ নন্দন অধিকারীর মৃত্যুতে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার শোক প্রকাশ করেছেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মূখ্যমন্ত্রী তাঁর পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপণ করেন।
সকালে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় সল্টলেক এফ ডি ব্লকের বাড়িতে। পরে আলিমুদ্দিনে শায়িত রাখা হয় তাঁর দেহ। বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক ছিলেন নিশীথ অধিকারী। বাম আমলে ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের টানা মন্ত্রী ছিলেন তিনি। অল ইন্ডিয়া ল’ইয়ার অ্যসোসিয়েশনের সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন প্রবীণ এই রাজনীতিক। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে আইনজরবী মহলে। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা ও হৃদরোগ জনিত অসুখে ভুগছিলেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*