‘ডংফেং-১৬’ ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া চিনা সেনার

cnআন্তর্জাতিক ডেস্ক ৷৷ নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক মহড়া করল চিনা সেনা। খবরে প্রকাশ, চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নবগঠিত রকেট ফোর্স সম্প্রতি সামরিক মহড়া করে। সেখানে অত্যাধুনিক মাঝারি পাল্লার ‘ডংফেং-১৬’ ক্ষেপণাস্ত্র সেখানে প্রদর্শিত হয়। এমনিতে, নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখে চিন। তবে, এবার মহড়ার ভিডিও তারা ইন্টারনেটে প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, ১০ চাকার গাড়িতে সওয়ার রয়েছে এই নতুন মিসাইল। প্রথমবার ২০১৫ সালের কুচকাওয়াজে বেজিংয়ে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়েছিল। সূত্রের খবর, ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার। জাপানের ওকিনাওয়া, তাইওয়ান ও ফিলিপাইন্সের গুরুত্বপূর্ণ জায়গাগুলি ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে এসেছে। প্রসঙ্গত, ওকিনাওয়ায় মার্কিন নৌসেনার একটা বড় উপস্থিতি রয়েছে। দক্ষিণ চিন সাগর অঞ্চলের দখলদারি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে চিনের। সেই প্রেক্ষিতে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল বেজিং বলেই মনে করছে আর্তর্জাতিক মহল। অস্ত্রভাণ্ডারের মিসাইল ও ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ রকেট ফোর্স গঠন করেছে পিএলএ। ভিডিওতে দেখা গিয়েছে, মিসাইল ব্রিগেডের জওয়ানরা বিভিন্ন কসরত করছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করে অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে, দেখানো হয় সেই মহড়াও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*