গোপাল সিং, খোয়াই, ০৭ ফেব্রুয়ারী ৷৷ মঙ্গলবার খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ষষ্ঠ খোয়াই বিভাগীয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সিপিআই(এম) জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত, সংগঠনের রাজ্য সম্পাদক ও সভাপতি যথাক্রমে সৌমিত্র চক্রবর্তী ও মনোজিৎ ঘোষ, সিআইটিইউ খোয়াই জেলা সম্পাদক নির্মল বিশ্বাস, সভাপতি প্রণব চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সকল নেতৃত্বরা। সম্মেলনে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ১৭৩ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার পক্ষে গুরুত্বারোপ করার পাশাপাশি রাজ্যের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য সংগঠনকে শক্তিশালী করার ডাক দেন বক্তারা।