

রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের প্রথিতযশা আলোকচিত্র শিল্পী প্রয়াত রবীন সেনগুপ্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। মূখ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, রবীন সেনগুপ্তের প্রয়াণে ত্রিপুরার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হল।
পাশাপাশি রাজ্যের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রবীন সেনগুপ্তের প্রয়াণে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, রবীন সেনগুপ্তের প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক জগতের অপূরনীয় ক্ষতি হল।