রাজ্যের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রবীন সেনগুপ্ত প্রয়াত

cm icaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ৷৷ প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা রবীন সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত রবীন সেনগুপ্ত ১৯৫২ সালে একজন ফ্রি ল্যান্সার চিত্র সাংবাদিক রূপে তাঁর কর্ম জীবন শুরু করেছিলেন। একজন চিত্র সাংবাদিক রূপে তাঁর খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্র নির্মান, তথ্য চিত্র নির্মাণেও প্রতিভার স্বাক্ষর রাখেন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বহু রচনায় তিনি একজন সফল প্রবন্ধকার ও লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কর্মজীবনে অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের প্রথিতযশা আলোকচিত্র শিল্পী প্রয়াত রবীন সেনগুপ্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। মূখ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, রবীন সেনগুপ্তের প্রয়াণে ত্রিপুরার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হল।
পাশাপাশি রাজ্যের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রবীন সেনগুপ্তের প্রয়াণে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, রবীন সেনগুপ্তের প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক জগতের অপূরনীয় ক্ষতি হল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*