গোপাল সিং, খোয়াই, ০৮ ফেব্রুয়ারী ৷৷ আগামী ১০ই ফেব্রুয়ারী থেকে ১৫ই ফেব্রুয়ারী জাতীয় কৃমি নাশক দিবস উপলক্ষ্যে ১-১৯ বছর বয়সী সমস্ত ছেলে ও মেয়েদের কৃমি মুক্ত করার পাশাপাশি কৃমির সংক্রমন চক্র নিয়ন্ত্রন করতে গত বছরের ন্যায় এবছরও ভারত সরকার গোটা দেশে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে ঐ দিন সারা দেশেই স্কুল-পড়ুয়া ছাত্র-ছাত্রীর কৃমি নাশক সিরাপ ও ট্যাবলেট খাওয়ানো হবে। ১০ই ফেব্রুয়ারী কৃমি নাশক দিবসকে সফল করার লক্ষ্যে খোয়াই জেলাতেও ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই লক্ষ্যেই বুধবার বিকেলে খোয়াই জেলাশাসক ও সমাহর্তার অফিসে কনফারেন্স হলে এক মিডিয়া ওয়ার্ক শপের আয়োজন করা হয়। মিডিয়া ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জেলা শাসক ও সমাহর্তা অপূর্ব রায়, জেলা স্বাস্থ্য আধিকারিক ড. পি.কে.মজুমদার, জেলা মেডিক্যাল সুপার ড. ধনঞ্জয় রিয়াং সহ মহকুমার বিভিন্ন সাংবাদিকগন। ওয়ার্কশপে খোয়াইয়ের কর্মরত মিডিয়া কর্মীদের সামনে কৃমি নাশক দিবসকে সামনে রেখে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। উল্লেখ্য ১০ই ফেব্রুয়ারী সারা দেশেই কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে। তবে এই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও যে সমস্ত শিশু ও ছেলে-মেয়েরা জ্বর, বমির প্রবনতা, পেটব্যাথা ও ডাইরিয়া রোগে আক্রান্ত তাদের এই ওষুধ দেওয়া হবে না। এতে যদি কোন অস্তস্তিও হয় তাতে ভয় পাওয়ার কিছু নেই বলেই মিডিয়া ওয়ার্কশপে তথ্য তুলে ধরা হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক বলেন, খোয়াই জেলায় মোট ৬টি ব্লক রয়েছে। এর মধ্যে ১০৪২টি অঙ্গনওয়াড়ী সেন্টার রয়েছে। প্রত্যেকটিতেই সেন্টার করা হবে। এছাড়াও কিন্ডারগার্ডেন, নার্সারী সহ সরকারী ও বেসরকারী সমস্ত স্কুলগুলিকে এই কর্মসূচীর আওতায় নিয়ে আনা হয়েছে। খোয়াই জেলায় ১৩৩৫টি সেন্টার রয়েছে। ১০ই ফেব্রুয়ারী জেলা স্বাস্থ্য সোসাইটির উদ্যোগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কৃমি নাশক দিবস উদযাপিত হবে। মুল অনুষ্ঠানটি হবে আনন্দমার্গ স্কুলে।