গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী ৷৷ কাশ্মীরে শহীদ সেনা জওয়ান চিত্ত দেববর্মার পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বহু আগেই ঘোষনা হয়েছিল শহীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের বিষয়ে। বৃহস্পতিবার শহীদ চিত্তরঞ্জন দেববর্মার স্ত্রী নমিতা দেববর্মার হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতিশ্রুতি কার্যত বাস্তবের মাটি পেল। শহীদ জওয়ানের স্ত্রী ও তার পরিবারের হাতে চেক তুলে দেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা ও জেলা শাসক ও সমাহর্তা অপূর্ব রায়। বুহস্পতিবার খোয়াই জেলা শাসকের কার্য্যালয়ে কনফারেন্স হলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় দেশের এই বীর শহীদ জওয়ানের পরিবারের সদস্যদের হাতে।