
এদিনকার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রি ভানুলাল সাহা বলেন, আমাদের প্রচলিত সমাজ জীবনের অঙ্গ হিসাবে লোক-সংস্কৃতি শত-সহস্র বছর ধরে আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভৌগোলিক এলাকা এবং ভাষা-সংষ্কৃতির প্রশ্নে আলাদা আলাদা এই লোক-সংষ্কৃতি রয়েছে। রাজ্যের বামফ্রন্ট সরকার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে লোক-সংস্কৃতি উৎসবের আয়োজন করেছে। গ্রামে বা ভিলেজ এলাকার মানুষ এখনও লোক-সংস্কৃতির চর্চা করেন। অপরদিকে ত্রয়োদশ বর্ষ জারিসারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখিতে গিয়ে বিধায়ক বিশ্বজিৎ দত্ত বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে সরকারী উদ্যোগে এ রাজ্যের উপজাতি সংস্কৃতি এবং হিন্দু-বাঙালি, মুসলিম-বাঙালি, মণিপুরী, সাঁওতাল ও উরাং ও মুন্ডা সহ অন্যান্যদের সংস্কৃতিকে আজ বিশ্বের দরবারে তুলে নিয়েছেন, এমনটাই বললেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। অন্যদিকে যেখানে বিধায়ক পদ্মকুমার দেববর্মা বলেন, মুসলিম-হিন্দু, বাঙালি, উপজাতি সবার মধ্যে নিবিঢ় সম্পর্ককে সুদৃঢ় করতে এধরনের উৎসব ও মেলা খুবই প্রয়োজন সেখানে খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য বলেন, যারা গরীব মানুষের উন্নয়ন চান না, স্বার্থ রক্ষা করতে চান না, তাদের এই চক্রান্তকে ব্যার্থ করতে হবে। এর জন্য আমাদের সাংস্কৃতিক ও খেলাধূলার অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।