গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী ৷৷ শুক্রবার বিকেলে খোয়াই বাইজালবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে আচমকা আগুন লেগে যায়। মুহুর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। শুরু হয় দৌড়ঝাঁপ। স্কুলে তখন কেউ ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন শিক্ষকরা। খবর পৌছে অগ্নিনির্বাপক দপ্তরে। ততক্ষনে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা শুরু করেন। দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌছানোর আগেই স্কুলের তিনটি কক্ষে আগুন ভয়াবহ রূপ নেয়। বহু ব্যাঞ্চ, চেয়ার-টেবিল সহ আসবাব পুড়ে ছাঁই হয়ে যায়। একসময় দমকলের দুটি ইঞ্জিন স্কুলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে স্কুল ঘরে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। আগামীকাল পুলিশের প্রাথমিক তদন্তেই এবিষয়ে পরিস্কার চিত্র ফুটে উঠবে।