১ কোটি গরিব পরিবারকে ১০০০ টাকা মাসিক পেনসন, যুবকদের বিনামূল্যে স্মার্টফোন, চাষিদের ঋণ মকুব, সস্তায় বিদ্যুত, ১০ দফা একক কর্মসূচি ঘোষণা অখিলেশ ও রাহুলের

upজাতীয় ডেস্ক ৷৷ উত্তরপ্রদেশের ভোটারদের মন জয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটালেন অখিলেশ সিংহ যাদব, রাহুল গাঁধী। রাজ্যে ভোটে জিতে সরকার গড়লে কী কী করবেন, তার ফিরিস্তি দিয়ে শনিবার দুই নেতার ঘোষণা, যুবকরা বিনামূল্যে স্মার্টফোন পাবেন। কর্মসংস্থানের গ্যারান্টি দিতে ২০ লক্ষ যুবকের জন্য কর্মদক্ষতা অর্থাত্ স্কিল বাড়ানোর কর্মসূচি নেওয়া হবে। মকুব করা হবে চাষিদের ঋণ, সস্তায় বিদ্যুত্ মিলবে। ফসলের ন্যায্য দাম দেবে তাঁদের সরকার এদিন দশদফা ন্যূনতম একক কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সহ সভাপতি ও সমাজবাদী পার্টি সভাপতি। তাতে বলা হয়েছে, ১ কোটি গরিব পরিবারকে ১০০০ টাকা মাসিক পেনসন দেওয়া হবে। শহুরে গরিব পরিবারগুলি ১০ টাকা দামে একবার খাবার পাবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে সরকার। পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনিক সংস্থার নির্বাচনেও ৫০ শতাংশ আসন সংরক্ষণের সুবিধা পাবেন মহিলারা। এছাড়া ৫ বছরে রাজ্যের প্রতিটি গ্রামে বিদ্যুত্, জল পৌঁছে দেওয়া ও রাস্তা তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন দুজনে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ছাত্রী ও মেধাবী পড়ুয়া বিনামূল্যে সাইকেল পাবে। ১০ লক্ষের বেশি গরিব দলিত ও পিছিয়ে পড়া পরিবারকে দেওয়া হবে বিনামূল্যে বাড়ি। পাশাপাশি ১০ দফা কর্মসূচিতে সংখ্যালঘু ও পশ্চাত্পদদের মোট জনসংখ্যার আনুপাতিক হারে যাবতীয় সরকারি উন্নয়ন প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে তাকে আরও কার্যকর করে তোলার আশ্বাস রয়েছে। ১০০ ডায়াল স্কিম ধাপে ধাপে বাড়ানোর কথাও বলা হয়েছে। রাহুল গাঁধী রাজ্যজুড়ে কিষাণ মিছিল করে কৃষকদের ঋণ মকুব, তাঁদের বিদ্যুতের দাম হ্রাসের মতো যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলিও আজকের ঘোষণাপত্রে রয়েছে। অখিলেশ ঘোষণাপত্র প্রকাশ করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, সমাজবাদী পার্টি অন্তত যা বলে, তা বাস্তবে পরিণত করে, কিন্তু অন্যরা ‘মন কী বাত’ করলেও ‘কাম কী বাত’ করেন না!

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*