গোপাল সিং, খোয়াই, ১১ ফেব্রুয়ারী ৷৷ ‘শিক্ষায় কেন্দ্রীকরণ, বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকতাকে প্রতিহত কর, সংগঠনকে আরো মজবুত করে, লড়াইয়ের রাস্তাকে প্রশস্থ কর।’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেল ৪টায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হল দু’দিনব্যাপী এসএফআই ১৫তম খোয়াই বিভাগীয় সম্মেলন। খোয়াই পহরমুড়া পঞ্চায়েত মাঠে সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, এসএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব ও সভানেত্রী নিলাঞ্জনা রায়, প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস, যুব নেতা বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। এদিন বিকেলে বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত মিছিল এসে সমাবেশ স্থলে মিলিত হয়। সম্মেলনের প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত কেন্দ্রীয় বাজেটকে এক হাত নিলেন এবং বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রি নৃপেন চক্রবর্তী, শিক্ষা মন্ত্রি দশরথ দেব জীবিতাবস্থায় মাসের মধ্যে একটা বড় সময় খোয়াইয়ের মাটিতে তারা ঘুরেছেন। খোয়াইয়ের মানুষকে সংগঠিত করেছেন। ৫০ থেকে ৭০ এর দশকে লড়াই আন্দোলন গড়ে তুলেছেন। বিগত দিনে যে কংগ্রেস সরকার ছিল ক্ষমতায় তখনকার সময়ে ছাত্রদের কাছ থেকে বেতন নেওয়া হতো অন্যথায় স্কুলে পড়তে দিত না। কোন পরিকাঠামোই কংগ্রেস আমলে ছিল না। বামফ্রন্ট সরকারের ৭৮ সালে প্রথম ঘোষনাই ছিল স্কুলে পড়লে বেতন দিতে হবে না। আর তার ফল আজ আমরা ভোগ করছি। কিন্তু এবারের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মানুষ যখন চাইছে আরও বেশী শিক্ষার খাতে বরাদ্দ করা হউক তখন বর্তমান বছরের কেন্দ্রীয় বাজেটে সেটা কমে গেছে। এরপরও স্কুল থেকে বই, ড্রেস ও মিড-ডে-মিল পেয়ে আমরা খুশি! কিন্তু যদি প্রকৃতই খুশি হবার কারন থাকত তবে কাউকে এসএফআই করতে হতো না। দু’দিনব্যাপী এসএফআই ১৫তম খোয়াই বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এভাবেই দেশের কেন্দ্রীয় সরকারকে একে একে বিধঁলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। অপরদিকে দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, অন্যদিকে শিক্ষার অধিকারের জন্য লড়াই। এই লড়াইকে তীব্র করতে হবে। শিক্ষা-ভিক্ষা নয়, শিক্ষা আমাদের জন্মগত অধিকার। সেই অধিকারের লড়াইকে তীব্র করার আহ্বান জানালেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব। অন্যদিকে এসএফআই রাজ্য সভানেত্রী অনেকটা কটুক্তির সুরেই বললেন, শুধু কেন ক্যাসল্যাস ! আমাদের দেশের মধ্যে তো মুলত সব হেল্থল্যাস ! আমাদের দেশের মধ্যে তো সব জবল্যাস ! আমাদের দেশের মধ্যে তো সব এডুকেশনল্যাস ! আমাদের দেশের মধ্যে তো সব সিকিউরিটিল্যাস ! এইরকমের ল্যাসগুলিকে নিয়ে আমাদের দেশের সরকার কেন ভাবছেন না? এমনটাই প্রশ্ন তুললেন এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায়।
শনিবার থেকে এসএফআই ১৫তম খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পহরমুড়া বলাকা বহুমুখী প্রশিক্ষন কেন্দ্রে। সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের উদ্বোধন করেন সিপিআই(এম) খোয়াই অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায় সহ রাজ্য নেতৃত্বরা। সম্মেলনে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৩০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। সম্মেলনের মঞ্চে ১২ জন প্রাক্তন সম্পাদক ও সভাপতিকে এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।