নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ।। রবিবার গীতাঞ্জলী গেস্ট হাউসে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে শ্যাম সুন্দর কোং-এর মেগা ড্র-২০১৪ এর ফলাফল তুলে ধরা হয়। এই মেগা ড্র-২০১৪ তে শ্যাম সুন্দর কোং-এর এম,ডি রুপক সাহা মেগা ড্র-২০১৪ উইনারের নাম ঘোষনা করেন। শ্যাম সুন্দর কোং-এর এম,ডি রুপক সাহা গাড়ি উইনার রামনগর ৯ নম্বরের কল্যাণী সাহার হাতে গাড়ির চাবি তুলে দেয়।