১৩তম বর্ষ আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা

sfiগোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারী ৷৷ নাটক মানে একটা রঙমঞ্চ। সেই রঙমঞ্চে একটা থিমকে কেন্দ্র করে গড়ে উঠে পরিবেশ। যে পরিবেশ তৈরী করে অভিনয়, অভিনেতা-অভিনেত্রী এবং সেই পরিবেশে দর্শক নিজেদেরকে বিলিন করে দেন। যদি এমনটা হয় তবে সেই নাটক স্বার্থক। আর এই স্বার্থকতার সাথেই ত্রয়োদশ বর্ষে পদার্পন করল এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শুক্রবার সন্ধ্যায় খোয়াই টাউন হলে (পুরনো) এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন এসএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস, যুব নেতা পলাশ ভৌমিক সহ খোয়াইয়ের প্রবীন নাট্য ব্যাক্তিত্বরা। শুক্রবার এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত ত্রয়োদশ বর্ষ আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার প্রথম একাঙ্ক নাটক মঞ্চস্থ করে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। প্রতিযোগিতায় মোট ২১টি বিদ্যালয় অংশগ্রহন করছে। এর মধ্যে ১৮ই ফেব্রুয়ারী খোয়াই টাউন হল (পুরনো) মঞ্চে একটি করে নাটক মঞ্চস্থ করবে তবলাবাড়ী উচ্চ বিদ্যালয় ও খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী ইংরেজী মাধ্যম বিদ্যালয়। ১৯শে ফেব্রুয়ারী – গণকী কলোনী উচ্চ বিদ্যালয় ও পূর্ণিমা উচ্চ বিদ্যালয়। ২০শে ফেব্রুয়ারী থেকে ২৩শে ফেব্রুয়ারী প্রতিদিন ৪টি নাটক মঞ্চস্থ হবে। ২০-২৩শে ফেব্রুয়ারী নাটক মঞ্চস্থ করবে আশারাম বাড়ী দ্বাদশ, সিঙ্গিছড়া নং-২ উচ্চ বিদ্যালয়, অশোকবন কলোনী উচ্চ বিদ্যালয়, খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়, খোয়াই চা-বাগান উচ্চ বিদ্যালয়, বারবিল উচ্চ বিদ্যালয়, শৈব সুনীতি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়, পহরমুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়, জাম্বুরা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়, শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, লালছড়া দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়, বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেনী বিদ্যালয়, অজগরটিলা উচ্চ বিদ্যালয়, গণকী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ও অফিসটিলা উচ্চ বিদ্যালয়। ত্রয়োদশ বর্ষ আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা চলবে ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত। নাটক মঞ্চস্থ হবে ২৩শে ফেব্রুয়ারী পর্যন্ত। ২৪শে ফেব্রুয়ারী হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*