দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ এই মুহূর্তের শীতের আমেজ অনুভূতি কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের, সূর্যদেব টেম্পার বাড়াচ্ছেন বোঝাই যাচ্ছে আবার তার মধ্যেই যখন হঠাৎ ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে লাগছে হৃদয় যেন বলতে চাইছে – আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেই আনন্দ বার্তা নিয়ে আবার উপস্থিত আগরতলা বইমেলা – বই আসক্তরা কিন্তু অনেকেই দিনের রোজনামচা এদিক সেদিক করে উমাকান্তের বই ভুবনে সময় কাটাচ্ছেন। শনিবার বইমেলায় মানুষের ভীড়ে রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ও চলে আসেন আগরতলা বইমেলা পরিদর্শনে। তিনি বইমেলার মুক্ত মঞ্চে লিটন ভৌমিকের লেখা ‘Think big and live to make it possible’ বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন। মেলা প্রাঙ্গণে রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে এবং অধিকর্তা এম কে নাথ। উমাকান্ত একাডেমী প্রাঙ্গনের ৩৫তম আগরতলা বইমেলা আবার উদ্ভাসিত হয়েছে চির চেনা রুপে, মানুষের মিলন মেলার আবহমান কালের এই ছবিতেই আগরতলা বইমেলার পূর্ণ সার্থকতা।