জম্মু, ১৩ জুলাই/(NUT) : হিমালয়ের বুকে পৃথিবীর উচ্চতম রেলওয়ে সেতু নির্মাণ করতে ব্যস্ত ভারতের ইঞ্জিনিয়াররা। এই ব্রিজ আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশি উঁচু। ২০১৬ সালে শেষ হবে এই সেতু নির্মাণের কাজ। আর্চ আকৃতির স্টিলের তৈরি এই সেতু নির্মিত হচ্ছে চেনাব নদীর উপর। উত্তর জম্মু-কাশ্মীরের বিভিন্ন পার্বত্য অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করবে এই সেতু। এই সেতুটি উচ্চতায় আনুমানিক ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট) হবে। বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে সেতুটি চিনের বেইপানজিয়াং নদীর উপর অবস্থিত। এটি উচ্চতায় ২৭৫ মিটার।
রেলওয়ে সূত্রে জানা গেছে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে ব্যবহারযোগ্য হয়ে উঠবে এই সেতুটি। ২০০২ সালে এই সেতু নির্মাণের কাজ শুরু হলেও ২০০৮ সালে সুরক্ষা, সাধ্য ওই অঞ্চলের তীব্র হাওয়ার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছিল এই সেতু নির্মাণের কাজ। ২০১০ সালে ফের কেন্দ্র থেকে এই সেতু নির্মাণের জন্য সবুজ সংকেত মেলে। জম্মুর সঙ্গে বারামুল্লার যোগসূত্র স্থাপন করতে চলেছে এই সেতু। এই সেতু নির্মিত হলে এই দুই স্থানের মধ্যে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে।
[তথ্যসূত্র ও ছবি : জি নিউজ]