১০ কোটি টাকার ব্রীজ নির্মান কাজ বন্ধ ৬ বছর ধরে

khwগোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী ৷৷ বছর ঘুরতেই আবারও অসম্পূর্ণ সেতু নির্মান কাজ সম্পন্ন করার দাবিতে খোয়াই উত্তর রামচন্দ্রঘাট এলাকায় পথ অবরোধে সামিল হল গ্রামবাসীরা। খোয়াই নদীর শেওরাতলীতে পাকা সেতুর কাজ দ্রুত সম্পূর্ণ করা, কামিনীপাড়া ও আমপুরা সড়কটি দ্রুত সংস্কারের দাবিতেই এই পথ অবরোধ করলেন উত্তর রামচন্দ্রঘাট পঞ্চায়েত এলাকার মানুষজন। মঙ্গলবার সকাল ১০টা থেকে গ্রামের কয়েকশো মানুষ রামচন্দ্রঘাট ও ধলাবিল সড়কের মাঝামাঝি শেওরাতলী বাজারে রাস্তা অবরোধ করে বসে। ২০১০ সালে খোয়াই নদীর উপর শেওরাতলীতে পাকা নেতুর কাজ শুরু করে সিমপ্লেক্স কোম্পানী। প্রকল্পটি ছিল ১০ কোটি টাকার। কিন্তু একটি পাকা পিলার অর্ধনির্মিত তৈরী করার পর কোম্পানী কাজ ছেড়ে পালিয়ে যায়। গত ৬ বছর যাবত সেতু নির্মান কাজ একই জায়গায় পরে আছে। আসছে বর্ষার মরশুম। এই সময়ে নদীতে জলের মাত্রা বাড়ে। কিন্তু ব্রীজ নির্মিত না হওয়ায় প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে কলা গাছের ভেলায় চড়ে নদী পারাপার করতে হয় শিশু থেকে বৃদ্ধ, ছাত্র-ছাত্রী থেকে অফিস কর্মী এবং সাধারন গ্রামবাসীকেও। এভাবে নদী পারাপার করতে গিয়ে বেশ কয়েকটি বড় দূর্ঘটনাও ঘটেছে। বর্ষার মরশুম ব্যাতীত বাঁশের সেতু করে যাতায়াত করতে হয়। গ্রামের মানুষ বিষয়টি প্রশাসনের নজরে নিলেও কাজ কিছু হয়নি। এছাড়াও কামিনীপাড়া থেকে আমপুরা সড়কটি পাকা রাস্তায় পরিণত করার জন্য গত ২ বছর ধরে পূর্ত্ত দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছেন উত্তর রামচন্দ্রঘাট এলাকার গ্রামের মানুষজন। বছরখানেক আগেই একই দাবিতে সড়ক অবরোধ করেছিল গ্রামবাসীরা। সেই একই দাবিতে বছর ঘুরতেই আবারও পথ অবরোধ করা হল। আর এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য বলে জানালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে এই পথ অবরোধের ফলে রাস্তার দু’প্রান্তে বহু যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ছুটে পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী। কিন্তু কিছুতেই অবরোধ তুলে নেয়নি গ্রামবাসীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*