জুনাগড় (গুজরাত), ০৩ নভেম্বর, (এবিপি নিউজ) ।। কুয়োয় পড়ে যাওয়া একটি সিংহকে দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করলেন বনবিভাগের কর্মীরা। গুজরাতের জুনাগড় জেলার অমরপুর গ্রামের একটি খোলা কুয়োয় ওই সিংহটি পড়ে যায়। খবর দেওয়া হয় বনবিভাগে। বনবিভাগের কর্মীরা ৬০ ফুট গভীর কুয়োয় দড়ি ফেলে সিংহটিকে বাইরে বের করে আনতে সমর্থ হন। উদ্ধারের পর সিংহটিকে সাসন গিরে পশু চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েকদিন রেখে সিংহটির ওপর পর্যবেক্ষণ চালানো হবে। সব স্বাভাবিক থাকলে পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার রাতে বা সোমবার ভোরে সিংহটি কুয়োয় পড়ে গিয়েছিল।