‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরি করবে ভারত

jtজাতীয় ডেস্ক ৷৷ ইজরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরি করবে ভারত। এই মর্মে সম্প্রতি, দুদেশের মধ্যে ১৭ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন করেছে কেন্দ্র। খবরে প্রকাশ, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইজরায়েল এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রি (এআইএ) যৌথভাবে এই মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ (এমআর-স্যাম) ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে। ২০১৭ সালে ভারত-ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্ণ হচ্ছে। বিষয়টি মাথায় রেখে চলতি বছরেই ইজরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেই সময় এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। কেন্দ্রীয় সূত্রের খবর, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রের মন্ত্রিসভা (নিরাপত্তা বিষয়ক) এই চুক্তিকে সবুজ সঙ্কেত দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রের দূরপাল্লার ভার্সান (এলআর-স্যাম) তৈরি হয়েছে। যা অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় নৌসেনা ও বায়ুসেনায়। এবার তৈরি হবে এই ক্ষেপণাস্ত্রের ল্যান্ড-বেসড ভার্সান। নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে প্রায় ৭০ কিলোমিটার। মূলত, স্থলসেনার জন্যই ‘বারাক-৮’-এর নতুন সংস্করণ তৈরি হবে। চুক্তির আওতায় ৪০টি ফায়ারিং ইউনিট ও ২০০টি মিসাইল নেবে ভারত। বায়ু ও নৌসেনা ব্যবহৃত মিসাইলটির পাল্লা প্রায় ৯০-১০০ কিলোমিটার। প্রসঙ্গত, ইজরায়েলি সামরিক হার্ডওয়্যারের সবথেকে বড় ক্রেতা হল ভারত। ইজরায়েল থেকে বিভিন্ন সময়ে বহু সামরাস্ত্র, চালববিহীন বিমান সহ রণসামগ্রী কিনেছে ভারত। তবে, বেশিরভাগ চুক্তিই প্রকাশ্যে আনা হয়নি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*