গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই থানাধীন জাম্বুরা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বাইক ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় ২ জন গুরুতর জখম হন। ঘটনার বিবরনে জানা যায়, জাম্বুরা এলাকায় ডিরোজিও মিশন স্কুলের সামনে TR06-9345 নম্বরের বাইকের সাথে সাইকেল আরোহী হিমাংশু দাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সাইকেল আরোহী হিমাংশু দাস ও বাইক চালক কৃষ্ণধন দেবনাথ দুজনেই গুরুতর জখম হন। খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌছে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের সঙ্গে সঙ্গেই জিবি স্থানান্তরিত করেন। পুলিশ বাইক ও সাইকেল দুটিই উদ্ধার করে সুভাষপার্ক আউটপোষ্টে নিয়ে আসে। দ্রুত বাইক চালানোর ফলেই এই দূর্ঘটনা বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে খোয়াই শহরে বাইক সহ অন্যান্য যানবাহন চালানোর কোন নিয়মনীতি নেই। ট্রাফিক ব্যবস্থা শূণ্যের কোঠায়। এনিয়ে জনমনে ক্ষোভ ধূমায়িত হচ্ছে।