গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই বার এসোসিয়েশনের ১৯৭২ইং’র পর এই প্রথমবার সিলেকশন নয় ব্যালেটে হল ভোট। প্রথমবারের ব্যালট ভোটেই বাম প্যানেলের প্রার্থীরা পরাজিত হল। একমাত্র সভাপতি পদ দখলে রাখেন একমাত্র প্রবীন আইনজীবি শৈলেন পাল মহাশয়। তিনি ১৪টি ভোট পান। পৌর সভার কাউন্সিলার এবং আইনজীবি চন্দন দাস পান ৪টি ভোট, বিশ্বজিৎ রায়চৌধূরী ৪টি ভোট পান। এদিকে অবাম প্রার্থীরা, সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য পেলেন ৭টি ভোট, সহ-সম্পাদক আইনজীবি মিঠুন দত্ত পেলেন ৭টি ভোট, সহ-সভাপতি আইনজীবি ত্রিদিপ প্রসাদ চক্রবর্তী পেলেন ১১টি ভোট, কেশিয়ার পদে আইনজীবি দেবাশিষ দেবনাথ পেলেন ৭টি ভোট, অডিটর হিসাবে অজিত সরকার পেলেন ৭টি ভোট। ২৩ জন আইনজীবির মধ্যে মঙ্গলবার উপস্থিত থাকেন ১৬ জন আইনজীবি। প্রত্যেকে ৬টি করে ভোট দান করেন।গোপন ব্যালটে এবং পূর্ণাঙ্গ কমিটির জন্য উনাদের পছন্দের প্রার্থীকে ভোট দান করেন। প্রায় ৪০ বছর পর সিলেকশন প্রক্রিয়া ছেলে ব্যালট ভোটে যেতেই হার মানতে হয় বাম প্যানেলকে। দীর্ঘ বছর বার লাইব্রেরী নানান সমস্যা জর্জরিত। এক্ষেত্রে নতুন কমিটি কি ভূমিকা এবং দায়িত্ব পালন করে এখন সেটাই দেখার। এদিকে নতুন কমিটি হওয়ায় বার লাইব্রেরীতে খুশীর জোয়ার বইছে।