গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই পুর সভার বিভিন্ন এলাকার ৯৯ শতাংশ স্থানেই তৈরী হয়নি মহিলাদের জন্য শৌচাগার। তার পাশাপাশি শহরের জনবহুল এলাকাগুলিতেও নেই শৌচাগার। যার ফলে প্রকাশ্যে, জনসমক্ষে লজ্জা ত্যাগ করেই জনগনকে প্রাকৃতিক কার্য করতে হয়। জনগনের অভিযোগ সামান্যতম মৌলিক অধিকা বা পরিসেবা দিতে ব্যার্থ খোয়াই পুর পরিষদ। বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে সাইনবোর্ডহীন হয়ে পড়েছে সেখানে রাস্তা-ঘাট, পাণীয় জল, স্ট্রিট লাইট সহ নানান অভিযোগ রয়েছে খোয়াই পুর পরিষদের নামে। বিশেষ করে খোয়াই পুর পরিষদের অফিসে এমন কয়েকজন কর্মী রয়েছে যেন উনারাই সরকারটাকে এনেছেন। যেহেতু বদলিহীন সেই কারনে উনারা পুর পুর পরিষদে জনগনের সাথে অসহযোগিতা করে চলছেন। পুর পরিষদের যেসব উন্নয়নমুলক কাজকর্ম করা হয় সব উনাদের ইচ্ছা মতো। ইট-সিমেন্ট-টিন-রড সহ নানা কাজে উনারা সব টিক করে দেবেন। কোথা থেকে সেগুলি কিনতে হবে তাও। নতুবা হয়রানীর স্বীকার হতে হবে। আবার কয়েকজন আছেন উনারা বিশ্ব জ্ঞানী। উনারাই সবজান্তা। জনগনের দাবি পুর পরিষদের দিকে একটু সুনজর দিক উদ্ধর্তন কর্তৃপক্ষ এবং ছোট ছোট কাজগুলি যেন যত্ন সহকারে করেন। রাজ্যের বিভিন্ন জেলার জনগনের কাছে খোয়াইবাসীর লজ্জা পেতে না হয় সাধারন শৌচাগার নিয়ে। জনগনের দাবি মহিলা-পুরুষদের জন্য তৈরী করা হউক জনবহুল এলাকাগুলিতে শৌচাগার।