মেক্স ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন

ac ac.jpg1বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৭ ফেব্রুয়ারী ৷৷ সোমবার সকাল ১১টা নাগাদ TR01 G 0607 নম্বরের অল্টো গাড়ি এবং TR03 3731 নম্বরের মেক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় বেশ কিছু যাত্রী। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত তপোবন আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায়, অল্টো গাড়িটি সাব্রুমের উদ্দ্যেশ্যে এবং মেক্স গাড়িটি উদয়পুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। শান্তির বাজার থানার এস আই সুকান্ত কর্মকার জানায়, নিত্যসাধন জমাতিয়া (৫০), মনাহরি জমাতিয়া (৫) এবং নন্দলাল মোলসুম (৪৫) নামে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অগ্নি নির্বাপকের শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*