এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির ত্রয়োদশ বর্ষ আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতা

bnগোপাল সিং, খোয়াই, ২৭ ফেব্রুয়ারী ৷৷ শুক্রবারই সমাপ্ত হয়েছে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত ৮ দিনব্যাপী ত্রয়োদশ বর্ষ আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। প্রতিযোগিতায়মোট ২১টি বিদ্যালয় অংশগ্রহন করে। শুক্রবার সন্ধ্যায় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়েই এসএফআইখোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত ৮ দিনব্যাপী ত্রয়োদশ বর্ষ আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতার সমাপ্তি ঘটল শুক্রবার। খোয়াই টাউন হলে আয়োজিতএই নাট্য প্রতিযোগিতার অন্তিম সন্ধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, এসএফআই সর্বভারতীয় সাধারন সম্পাদক ড.বিক্রম সিং, সংগঠনেরসর্বভারতীয় সহ-সম্পাদিকা ময়ূম বিশ্বাস, রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। ১৭ থেকে ২৪শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত আন্ত:বিদ্যালয় একাঙ্ক নাট্যপ্রতিযোগিতায় মোট ২১টি বিদ্যালয় অংশগ্রহন করে। এদিন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ১ম, ২য় এবং ৩য় স্থানাধিকারী বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করা হয়।খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয় ১ম স্থানাধিকার করে। দ্বিতীয় অফিসটিলা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিছিল লক্ষ্যনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*