নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ।। রাজ্যের প্রায় সিংহ ভাগ বেসরকারি প্রতিষ্ঠান বা স্কুলের কর্মচারী বা শিক্ষকরা নির্ধারিত মজুরী থেকে বঞ্চিত হওয়ার ঘটনা নতুন কিছু না। তবে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেও রাজধানীর একটি বেসরকারি স্কুলের শিক্ষক ও অশিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে বহু দিন ধরে। বলছিলাম আগরতলা প্যালেস কম্পাউন্ডস্থিত মা আনন্দময়ী বিদ্যালয়ের কথা। স্কুলের শিক্ষক ও অশিক্ষকদের অভিযোগ সরকার নির্ধারিত নূন্যতম মজুরী না পেয়ে ১৩-০৮-২০১২ইং তারিখে শ্রম দপ্তরে লিখিত অভিযোগ করলে, শ্রম কমিশনার ১২-০৬-২০১৩ ইং তারিখে বিদ্যালয় পরিচালন কমিটিকে শিক্ষক ও অশিক্ষকদের নির্ধারিত নূন্যতম মজুরী প্রদানের নির্দেশ দিলেও তা অমান্য করে বিদ্যালয় পরিচালন কমিটি উচ্চ আদালতের ধারস্থ হন। পরে উচ্চ আদালত ২৬-০৯- ২০১৪ ইং তারিখে বিদ্যালয় পরিচালন কমিটিকে আনন্দময়ী বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষকদের সরকার নির্ধারিত নূন্যতম মজুরী প্রদানের নির্দেশ দিলেও আজ পর্যন্ত তা কার্যকর করা হয়নি।
রাজীব সাহার তোলা ছবি।