শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কের উদ্বোধন শান্তির বাজারে

cmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ শান্তিরবাজার মহকুমায় শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কের উদ্বোধন হয় শুক্রবার। শান্তিরবাজার মহকুমার সাচিরাম বাড়ীতে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। পার্ক উদ্বোধনের পর এক সমাবেশে মূখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার গনতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি তাৎপর্যমন্ডিত ও স্মরণীয় দিন। ১৯৭৫ সালের ৩ মার্চ ধনঞ্জয় ত্রিপুরা তাঁর মায়ের ভাষা ককবরকের সরকারি স্বীকৃতির দাবীতে সংঘঠিত আন্দোলনেট অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদের মৃত্যু বরণ করেছিলেন। তাঁর স্মৃতিকে সমুজ্জল করে রাখতে রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো বন দপ্তরের উদ্যোগে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক গড়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, সরকারি মূখ্য সচেতক বাসুদেব মজুমদার, বিধায়ক যশবীর ত্রিপুরা, বিধায়ক সুধন দাস, বিধায়ক রীতা কর মজুমদার, বিধায়ক প্রভাত চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া। মূখ্যমন্ত্রী শহীদ ধনঞ্জয় ত্রিপুরার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*