বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১১ মার্চ ৷৷ দীর্ঘ এক মাস যাবৎ পানীয় জলের সঙ্কটে ভোগছে শান্তির বাজার পুর পরিষদের ৭নং ওয়ার্ডের লোকজন। এলাকাবাসীর অভিযোগ জল সঙ্কটে অতিষ্ঠ হয়ে স্থানীয় কাউন্সিলার পঞ্চমী পালকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ফলে অবশেষে শুক্রবার বাধ্য হয়ে শান্তির বাজার পুর পরিষদের ৭নং ওয়ার্ডের লোকজন শান্তিরবাজার-বেলোনীয়া পথ অবরোধ করে। গ্রামের লোকজনদের অভিযোগ, পাম্প অপারেটর সব সময় মদমত্ত অবস্থায় থাকায় সথিক সময়ে পাম্প চালু করে না। গ্রামের লোকজনদের দাবী এই পাম্প অপারেটরকে সরিয়ে নতুন অপারেটর নিয়োগ করতে হবে।