নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ।। ত্রিপুরায় নারী নির্যাতন, নারী অত্যাচার নিয়ে সেচ্চার প্রতিবাদ হচ্ছে প্রাত্যহিকভাবে, রাজনৈতিক ভাবে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ঢেউ প্লাবিত গোটা রাজ্যে। সেই রাজ্যেই প্রকাশ্য রাজপথে চন্দ্রপুর কালী বাড়ীতে তালিবানী কায়দায় সোমা মজুমদার নামে এক মহিলার উপর বর্বর অত্যাচারের দৃশ্য গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নারী আন্দোলনের পৃষ্ঠভূমিতে নারী অত্যাচারের এহেন ঘৃণ্য দৃশ্যের পেছনে যারা ছিল সোমবার তাদের এবার আদালতে তোলা হয়। আদালত সেই ২০ জনকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠায়। তবে ঘৃণ্য দৃশ্যের পেছনে যারাই ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী উঠেছে সর্বস্তরে।
রাজীব সাহার তোলা ছবি।