কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন পারিক্কর, গোয়ায় সরকার গড়ার পথে BJP

prkজাতীয় ডেস্ক ৷৷ ফের গোয়ার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মনোহর পর্রীকর। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তিনি বলেছেন, গোয়ার মুখ্যমন্ত্রী হবেন পর্রীকর। এর জন্য তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। এখনও পর্যন্ত ইস্তফা দেননি পর্রীকর। তবে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি ইস্তফা দেবেন। এর আগে শোনা গিয়েছিল, গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন পর্রীকর। তবে গড়করি সেই জল্পনা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরোয়ার্ড পার্টি এবং তিন নির্দল বিধায়ক বিজেপি-কে সমর্থন করার কথা জানিয়েছেন। ফলে ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি-র পক্ষে ২২ জন বিধায়কের সমর্থন আছে। ফলে পর্রীকরের নেতৃত্বে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এর আগে আজ বিজেপি বিধায়ক মাইকেল লোবো বলেন, গোয়ার মানুষ চাইছেন পর্রীকর ফিরে আসুন। তিনি ইঙ্গিত দেন, অন্যান্য দলও জানিয়েছে, পর্রীকর মুখ্যমন্ত্রী হলে তাঁরাও সমর্থন দিতে তৈরি। বিজেপি-র নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পর্রীকরকে ফিরিয়ে আনার প্রস্তাব পাশ হয়। পর্রীকরকে পরিষদীয় দলনেতা করা নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পর তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই জানা গেল, নিজের রাজ্যে ফিরছেন প্রতিরক্ষামন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*