দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ মার্চ ৷৷ হোলীর দিনে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল আগরতলা। ঘটনার সূত্রপাত রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের বাড়ির সামনে থেকে। ঘটনায় জানা গেছে, রাজ্যের তৃণমূল নেতা সুদীপ রায় বর্মণের ভাই সন্দীপ রায় বর্মণ রঙ সংক্রান্ত জনৈক বিজেপি কর্মীকে মারধোর করেন। মুহূর্তেই সংবাদ পৌঁছে যায় গেরুয়া শিবিরে। আগরতলা পশ্চিম থানার সামনে পথ অবরোধে বসে বিজেপি কর্মীরা দোষীর গ্রেপ্তারের দাবীতে। পরবর্তীতে তৃণমূল কর্মীরা রণদেহী মনোভাবে পশ্চিম থানার সামনে পৌছুতেই রণক্ষেত্র হয়ে উঠে ঘটনাস্থল। হাতাহাতি থেকে লাঠালাঠি, অবিশ্রান্ত ইট বৃষ্টি সঙ্গে গাড়ি ভাংচুরেরও সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কিছু তৃনমূল সমর্থক ঘটনায় জখম এবং বিজেপি’র সহ-সভাপতি সুবল ভৌমিকর গাড়ি ভাঙচুর, ঘটনায় জখম এবং বেশ কিছু বিজেপি সমর্থক ঘটনায় জখম হওয়ার সংবাদ জানা গেছে। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে পুলিশের এস আই সহ বেশ কয়েকজন পুলিস এবং কয়েকজন সাংবাদিক হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। উত্তেজনা প্রসমনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার বিস্তার রোধ করতে আরক্ষা প্রশাসন শহরে ১৪৪ ধার জারি করেছে। আতঙ্কে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।