দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৩ নভেম্বর ।। শহরের বুকে রবিবার রাতে সর্বশিক্ষা অভিযান রাজ্য মিশন অফিসের প্রজেক্ট ডিরেক্টরের রুমের দুটি কম্পিউটার চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শহরের নানা প্রান্তে যখন নতুন নতুন পুলিশ ফাঁড়ির সংখ্যা বারছে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে চুরির সংখ্যা। সর্বশিক্ষা অভিযান রাজ্য মিশন অফিসের কম্পিউটার চুরি যাওয়ার ঘটনায় রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে অফিসে নৈশ প্রহরী থাকা সত্যেও এই চুরি কান্ডে অন্যরকম যোগসাজশ আছে কিনা সন্দেহ করছেন অনেকেই। তবে সর্বশিক্ষা অভিযান রাজ্য মিশনের কম্পিউটার চুরির ঘটনায় কতৃপক্ষের এফ,আই,আর করতে উদাসীনতার খবরে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। জানা গেছে রাতের চুরি সকালে উদঘাটিত হলেও দীর্ঘ সময় বাদে মিশন অফিসের বাবুরা থানায় গিয়ে এফ,আই,আর করেছেন। ঘটনাস্থলে পুলিশকে আসতে না দেয়ার পেছনে কারন নিয়ে প্রশ্ন থেকেই যাছে।
রাজীব সাহার তোলা ছবি।