নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে দুই রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে আগরতলায় যে উত্তাল দেখা দিয়েছিল, তারই ২৪ ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই রাজনৈতিক দলই সাংবাদিক সন্মেলন করে একে অপরের উপর অভিযোগ এনেছে। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি’র ডাকা এক সাংবাদিক সন্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব হোলীর দিনে ঘটে যাওয়া ঘটনাকে প্রশাসনিক মদতপুষ্ট বলে আখ্যা দিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের মদতে বর্মণ পরিবার CPI(M)-র ‘বি টিম’ হিসেবে কাজ করছে। বর্মণ পরিবার রাজ্য মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্নেহধন্য। বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, এই পরিবার আগে কংগ্রেসকে পরিচালনা করতেন, এখন তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করছে। সাংবাদিক সন্মেলনে শ্রী দেব হোলির দিনে তৃণমূল কর্মীদের রণদেহী মনোভাবের ফলে রাজ্য তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।