বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৫ মার্চ ৷৷ বগাফা কৃষি মহকুমা জোলাইবাড়ী কৃষি সেক্টার অফিসারের কার্যালয়ে বিজেপি’র কৃষাণ মোরচার তরফ থেকে জোলাইবাড়ীতে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের এবং বিভিন্ন সব্জি চাষীদের ক্ষতিপূরণের জন্য ডেপুটেশান দেওয়া হয়। বিজেপি কর্মীরা মিছিল শেষে কৃষি তত্ত্বাবধায়ক অসীম দেববর্মার কাছে ১০ দফা দাবী নিয়ে ডেপুটেশানে মিলিত হয়।