বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৬ মার্চ ৷৷ শান্তির বাজার সুপারমিল এলাকায় ৪৪নং জাতীয় সড়কের পাশে সরকারী জায়গা অবৈধভাবে দখল করে চলছে দোকন ঘর তৈরীর কাজ। জানাযায়, শান্তির বাজার পুরপরিষদের অনুমতি ছাড়াই সরকারী জায়গার উপরই এলাকায় ব্যবসায়ী নারায়ন সাহা অবৈধভাবে পাকা দোকন ঘর নিরমান করছেন। শান্তির বাজার পুরপরিষদের কার্যনির্বাহী সুদাংশুলাল দাস জানায়, ঘটনাটি পুরপরিষদের নজরে আসার পর নারায়ন সাহাকে বাধা দিয়েছিল। জানাযায়, বৃহস্পতিবার ঘটনাটি সংবাদ মাধ্যমের নজরে আসার পর শান্তির বাজার পুরপরিষদের কাছে জানতে চাওয়ার পর সঙ্গে সঙ্গে ঐ ব্যবসায়ীকে নোটিশ পাঠিয়েছে শান্তির বাজার পুরপরিষদ।