বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৭ মার্চ ৷৷ শান্তির বাজার মহকুমার দেবীপুর এ ডি সি ভিলেজে দুটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে উন্নতমানের ফুল ঝাড়ু তৈরীর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই দুটি শিবিরে মোট ১১১ জন লোক অংশ গ্রহন করেন। সাক্ষরতার কো-অরডিনেটর ঠাকুরদাস বৈদ্য এর হাত ধরে এই অনুষ্ঠানটি শুরু হয়। শুক্রবার এই শিবির দেখার জন্য ছুটে আসেন শান্তির বাজার বকাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শংকর মজুমদার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অর্পণ দত্ত, দেবীপুর ভিলেজের চেয়ারম্যান লেবিনসন রিয়াং। উন্নতমানের ফুল ঝাড়ু তৈরীর প্রশিক্ষণের ফলে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।