আগরতলা, ১৭মার্চ৷৷ সারা বিশ্বে ১৫ই মার্চ দিনটি বিশ্ব ভোক্তা দিবস হিসেবে পালন করা হয়। উদ্দেশ্য, ভোক্তাদের সচেতন করে তোলা। তবে রাজ্যে ভোক্তা সুরক্ষা সমিতি গড়ে উঠলে ভোক্তারা যেমন বঞ্চনার হাত থেকে রেহাই পাবেন তেমনি নানা ভাবে উপকৃত হবেন। এ জন্য ভোক্তা সুরক্ষা সমিতি অত্যন্ত প্রয়োজন। শুক্রবার খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাচক্রে এই আহ্বান জানান। প্রদীপ প্রজ্জলন করে এই আলোচনাচক্রের উদ্বোধন করেন খাদ্য, জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। আলোচনাচক্রে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি মনমোহিনী দেবনাথ, ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায় (সরকার), রাজ্য ভোক্তা সুরক্ষা কমিশনের সভাপতি বিচারপতি ইউ বি সাহা, খাদ্য, জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা ডঃ দেবাশীষ বসু, সদর মহকুমা শাসক ডঃ সমিত রায় চৌধুরী সহ অন্যান্যরা। এবছর ভোক্তা দিবসের মূলভাবনা হল ‘ডিজিটাল যুগে ভোক্তাদের অধিকার।