আগামী বছরের শেষে ভারতে চলে আসছে ডেঙ্গির টিকা

masqtisওয়েব ডেস্ক ।। পৃথিবীর প্রথম ডেঙ্গি টিকা CYD-TDV পাস করে গেল ভারত টেস্ট। আগামী বছরের শেষের দিকেই এদেশে মিলবে ডেঙ্গির টিকা। 
এই টিকার প্রস্তুতকারী সংস্থা স্যানোফি পাস্তুরের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের পাঁচটি শহর দিল্লি, লুধিয়ানা, বেঙ্গালুরু, পুণে ও কলকতার বেশ কয়েকজন প্রাপ্ত বয়স্কের (১৮-৪৫ বছর বয়সী) এই টিকা প্রয়োগ করে দেখা গেছে ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকা সুরক্ষিত ও ‘ইউমিউজেনিক’। এর আগে এশিয়াতে ডেঙ্গির টিকা নিয়ে যে যে কাজ হয়েছে তার তুলনায় এই গবেষণার ফলাফল অনেক বেশি আশাব্যাঞ্জক।
এই গবেষণায় দেখা গেছে ৮৭% ভারতীয় প্রাপ্তবয়স্কদের এই টিকা প্রয়োগ করে পজেটিভ ফলাফল পাওয়া গেছে। ভারতে কোনও একটি নির্দিষ্ট জায়গায় মহামারী হিসেবে ডেঙ্গির ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।
স্যানোফি পাস্তুরের ডেঙ্গু নিয়ে গবেষণার প্রধান নিকোলাস জ্যাকসন জানিয়েছেন তাঁরা ভারতীয় আধিকারদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে কীভাবে এই টিকার নিবন্ধীকরণ করা যায় তাঁর চেষ্টা করছেন।
২০১৫-এর শেষের দিকেই ডেঙ্গু আক্রান্ত দেশ গুলিতে এই টিকা ব্যবহারের লাইসেন্স পেয়ে যাবেন বলে আশা করছেন জ্যাকসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*