ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

HC HC.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগই। বর্তমান ত্রিপুরা হাইকোর্ট ভবনের পাশেই গড়ে উঠবে নতুন এই ভবনটি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, হাইকোর্টের প্রশাসনিক এই ভবনের জন্য সরকার ১৯.১৭ কোটি টাকা মঞ্জুর করেছে এবং এর নিরমান কাজ যথা সময়ে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইফেই বলেন, রাজ্যে আইন সেবা উন্নয়নে পরিকাঠামোগন উন্নয়নের দরকার রয়েছে। বিশেষ করে জেলা আদালতগুলিতে মৌলিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং এজন্য তিনি প্রয়োজনীয় অর্থের যোগান বজায় রাখতে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগই দেশের ২৪তম হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের সফলতার চিত্র তুলে ধরে বলেন, ত্রিপুরা হাইকোর্ট কম সময়ের মধ্যেই আইনী পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন মামলার দ্রুত নিস্পত্তি করে সাফল্যের পরিচয় দিয়েছে। অনুষ্ঠানে রাজ্যের আইনমন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইফেই, সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগই, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান যশপাল সিং, ত্রিপুরা হাইকোর্ট, জেলা ও সেশন আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*