পাকিস্তানের পঞ্জাব প্রদেশে পুড়িয়ে মারা হল খ্রিস্টান দম্পতিকে

Burnt Aliveলাহোর, ০৪ নভেম্বর ।। কোরানের অবমাননার অভিযোগ এনে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে পুড়িয়ে মারা হল খ্রিস্টান দম্পতিকে ঘটনাটি ঘটেছে লাহোর থেকে প্রায় ৫০ কিমি দূরে কাসুর জেলার কোট রাধা কিসান গ্রামে।নিহত দম্পতির আত্মীয় ইমানুয়েল সরফরাজ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শাহজাদ ম্যাসি ও তাঁর স্ত্রী সামাহ চক গ্রামে জনৈক মহম্মদ ইউসুফ গুজ্জরের ইটভাটায় কাজ করত।
অভিযোগ, মজুরির টাকা না দেওয়ায় শাহজাদ-সামা তাদের চারটি বাচ্চাকাচ্চা নিয়ে ইউসুফের ভাটা ছেড়ে চলে যেতে চাইছিল।ইউসুফ তাদের জানিয়ে দেয়, ভাটা ছেড়ে দিতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে। এনিয়ে কথাকাটাকাটি হয়।দুদিন আগে।ইউসুফ বাচ্চাদের সহ শাহজাদ-সামাকে একটি ঘরে আটকে রাখে।ইমানুয়েল জানিয়েছেন, আজ সকালে এলাকার দুটি মসজিদ থেকে লাউডস্পিকারে ঘোষণা করা হয়, ওই দম্পতি কোরান পুড়িয়েছে ।যা ধর্মদ্রোহিতার পর্যায়ে পড়ে।এই ঘোষণার পরই এলাকার একদল উন্মত্ত লোকজন ইটভাটায় হাজির হয়।ঘর ভেঙে টেনেহিঁচড়ে বাইরে বের করে নিয়ে আসে শাহজাদ-সামাকে।তাদের ওপর দৈহিক নিপীড়ন চালিয়ে ভাটায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়।তারা নির্দোষ, ইউসুফ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বলে কাতর অনুনয়-বিনয় করলেও ওদের কথা কেউ শুনতেই চায়নি।
কপাল ভাল যে বাচ্চাগুলোকে আগুনে ফেলে দেয়নি মারমুখী জনতা, বলেছেন ইমানুয়েল।কাছের ফাঁড়ি থেকে পুলিশ সময়মতো ঘটনাস্থলে এলেও নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ করেন ইমানুয়েল।
কাসুরের পুলিশ সুপার জাওয়াদ কামার অবশ্য পুলিশের নিষ্ক্রিয় থাকার অভিযোগ অস্বীকার করেছেন।তিনি জানিয়েছেন, প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।ইটভাটার মালিক সহ আরও অনেকের খোঁজে তল্লাসি চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*