জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে সংবিধান অনুসরণ করার নির্দেশ কেন্দ্রের

flagজাতীয় ডেস্ক ৷৷ সব রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলকে প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করতে মানা করল কেন্দ্র। পতাকা ব্যবহারের ক্ষেত্রে সংবিধানে লিপিবদ্ধ কোড বা নিয়ম অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার এক নির্দেশিকায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, জাতীয় পতাকা দেশবাসীর আশা ও আকাঙ্খার প্রতীক। ফলে, পতাকার অবমাননা হওয়া কাম্য নয়। আরও বলা হয়েছে, জাতীয় পতাকার প্রতি সকলের সম্মান ও আনুগত্য রয়েছে। তবে, একইসঙ্গে এর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সংগঠন ও সরকারি এজেন্সির মধ্যেও সচেতনতার অভাব বোধ লক্ষ্য করা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে কাগজের বদলে প্লাস্টিকের পতাকা ব্যবহারের একটা প্রবণতাও লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রের মতে, যেহেতু প্লাস্টিক বহু আংশ বায়ো-নন ডিগ্রেডেবল বা জীবাণু-অবিয়োজ্য বস্তু, তাই প্লাস্টিকের তৈরি পতাকা ব্যবহারে আখেরে পতাকার গরিমা হারিয়ে যায়। কেন্দ্রের নির্দেশ, বিভিন্ন ধরনের জাতীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে একমাত্র কাগজের তৈরি পতাকা যেন ব্যবহার করা হয়। পাশাপাশি, পতাকা ব্যবহার করার ক্ষেত্রে ২০০২ সালের ভারতের পতাকা কোড যেন কঠোরভাবে অনুসরণ করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*