বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র মনু বাজারে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। বিজেপি সদস্যদের অভিযোগ, স্থানীয় সি পি আই (এম) লোকাল কমিটির সদস্য বলরাম রিয়াং মনু বাজারের অস্থায়ী এক দোকান ঘরের টিনের ছাউনি খুলে নিয়ে নিজের ঘরের কাজে লাগিয়ে নেয় এবং এই অস্থায়ী ঘরগুলির খুটিও ভেঙ্গে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিরচন্দ্র মনু বাজারে শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হন। এই ঘটনা নিয়ে মনপাথর আউটপোস্টেও একটি লিখিত অভিযোগ জানানো হয়।