মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী

jgজাতীয় ডেস্ক ৷৷ মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী, ৯ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতরের পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির দায়িত্ব নিজের হাতে রাখতে স্বরাষ্ট্র দফতরও নিজের কাছে রাখলেন আদিত্যনাথ। এছাড়া, আবাসন ও নগর-পরিকল্পনা, খাদ্য ও অসামরিক সরবরাহ, কর্মীবর্গ, প্রতিষ্ঠানিক অর্থ ও এস্টেট নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী। খনি-দুর্নীতি নিয়ে সাম্প্রতিককালে বহু বিতর্ক হয়েছে। পূর্বতন সমাজবাদী পার্টির জমানায় এই দফতরের মন্ত্রী ছিলেন ধর্ষণে অভিযুক্ত গায়ত্রীপ্রসাদ প্রজাপতি। বর্তমানে যিনি জেলে আছেন। ফলে, এই দফতরও আদিত্যনাথ নিজের কাছে রেখেছেন। গতকালই, রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে মন্ত্রীদের দফতর বণ্টন নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই কার্যত চূড়ান্ত হয়ে যায়, কে কোন মন্ত্রীত্ব পাবেন। এদিন, ঘোষণা হতে দেখা যায়, গুরুত্বপূর্ণ অর্থ দফতরের দায়িত্ব পেয়েছেন ছ’বারের বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি-স্পিকার রাজেশ অগ্রবাল। উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর হাতে এসেছে পুর্ত, খাদ্য প্রক্রিয়াকরণ, বিনোদন কর এবং সরকারি শিল্পোদ্যোগ দফতর। অন্যদিকে, অপর উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা পেয়েছেন উচ্চ ও মধ্য শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতর। সিদ্ধার্থনাথ সিংহ পেয়েছেন স্বাস্থ্য। সূর্যপ্রতাপ শাহি পেয়েছেন কৃষি, কৃষি-শিক্ষা ও কৃষি-গবেষণা দফতর। সুরেশ খন্না পেয়েছেন সংসদ-বিষয়ক ও নগরোন্নয়ন দফতর। শ্রীকান্ত শর্মা পেয়েছেন বিদ্যুৎ, স্বামী প্রসাদ মৌর্য পেয়েছেন শ্রম দফতর। অন্যদিকে, আদিত্যনাথ মন্ত্রিসভার একমাত্র সংখ্যালঘু মুখ মোহসিন রাজা পেয়েছেন –মুসলিম ওয়াকফ বোর্ড ও হজ দফতর। একইসঙ্গে তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, তথ্যপ্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রীও করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*