বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ ৷৷ রাজ্যে রেগার কাজ সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং রেগারা কাজকে আরও উন্নত করার লক্ষ্যে এক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বগাফা ব্লক থেকে ৭ জন এবং জোলাইবাড়ী ব্লক থেকে ৮ জন অংশগ্রহন করেন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, বগাফা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অর্পণ দত্ত।